ঢাকা: অবশেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর অঞ্চলের সেই আলোচিত উপ-কমিশনার (ডিসি) ইমতিয়াজ আহমেদকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদের স্বাক্ষরিত এক নির্দেশে তাকে বদলি করা হয়। ইমতিয়াজ আহমেদকে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের পশ্চিম বিভাগের উপ-কমিশনার পদে তাকে পদায়ন করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাঈদুর রহমান সত্যতা নিশ্চিত করেন।
সম্প্রতি মিরপুরের ঝুট ব্যবসায়ী সুজন হত্যার ঘটনায় বিতর্কিত ভূমিকার জন্য তিনি সমালোচিত হন।
গত ১২ জুলাই রাতে মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান ঝুট ব্যবসায়ী মাহবুবর রহমান সুজন, তার স্ত্রী মমতাজ সুলতানা লুসি, সন্তান মোশারফকে ধানমন্ডির শংকরের বাসা থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় পুলিশের এই কর্মকর্তার নীরব ভূমিকা নিয়ে সংবাদ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।
(ঢাকাটাইমস/২১আগস্ট/এএ/এআর/ ঘ.)