৩ ডিজি ও কমিশনার পদে রদবদল
বজলুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিজি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ আগস্ট, ২০১৪ ২০:৫৫:০৬

ঢাকা: খুলনায় বিভাগে নতুন কমিশনারসহ তিনটি অধিদপ্তরে নতুন তিন জন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক আদেশে এসব পদে নিয়োগ দেয়।
এর মধ্যে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল জলিলকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ডিজি করা হয়েছে।
আর রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুস সামাদকে খুলনার বিভাগীয় কমিশনারের দায়িত্ব দেয়া হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিজি মোহাম্মদ আতেয়ার রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের ডিজি এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বজলুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিজির দায়িত্ব পেয়েছেন।
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম জাহানারা পারভীনকে জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক করা হয়েছে।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ডিজি মো. আবদুল মান্নান এবং জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক নাজনীন বেগমকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
আর বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের ডিজি খন্দকার রাকিবুর রহমানকে পরিবশে ও বন মন্ত্রণালয়েল অতিরিক্ত সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/২০ আগস্ট/এইচআর/এআর/ ঘ.)