logo ০২ মে ২০২৫
যুগ্ম-সচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ আগস্ট, ২০১৪ ১৭:০৭:৫৩
image

ঢাকা: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হাসান জাহাঙ্গীর আলমকে সৌদি আরবের মক্কায় বাংলাদেশ হজ্জ অফিসের সহকারী অফিসার পদে নিয়োগের লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মো. ফয়জুর রহমান ফারুকীকে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ হজ্জ অফিসের সহকারী অফিসার পদে নিয়োগের লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মো. জাহাংগীর আলমকে সৌদি আরবের মদিনায় বাংলাদেশ হজ্জ অফিসের সহকারী অফিসার পদে নিয়োগের লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


(ঢাকাটাইমস/১৯ আগস্ট/এজে)