logo ০২ মে ২০২৫
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালকের চুক্তির মেয়াদ বাড়ালো
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
১৮ আগস্ট, ২০১৪ ১৮:৫৯:২৩
image

ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক আ,ফ,ম মহিতুল ইসলামের চুক্তির মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে।


সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রঞ্জাপন জারি করা হয়েছে।


আদেশে বলা হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক পদে চুক্তিভিক্তিক নিয়োজিত আ,ফ,ম মহিতুল ইসলামের চুক্তির মেয়াদ পূর্বের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরুপ শর্তে আগামী ১ এপ্রিল ২০১৫ যোগদানের তারিখ হতে পরর্বতী দুই বছর বৃদ্ধি করা হলো। এর আগে ২০১০ সালে তাকে চুক্তিভিক্তক নিয়োগ দেয়া হয়।


(ঢাকাটাইমস/১৮ আগস্ট/এইচআর/এআর/ ঘ.)