চার সিনিয়র সহকারী কমিশনারকে নির্বাহী ম্যাজিস্টেট হিসাবে নিয়োগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ আগস্ট, ২০১৪ ১৭:২৯:৫০
ঢাকা: চাঁদপুর জেলা প্রশাসক কাযালয়ের সিনিয়র সহকারী কমিশনার ইমরান আহমেদকে চট্রগ্রাম উন্নয়ন কৃর্তপক্ষএর নির্বাহী ম্যাজিস্টেট হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ক প্রঞ্জাপন জারি করা হয়েছে।
মৌলভীবাজার সদর উপজেলার সহকারী কমিশনার ভুমি (সিনিয়র সহকারী সচিব)মুহাম্মদ মাসুম বিল্লাহকে ঢাকা ওয়াসার নিবাহী ম্যাজিস্টেট হিসাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
খুলনার ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভুমি) সিনিয়রসহকারী সচিব সেলিম রেজাকে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রট করা হয়েছে।
এছাড়া কিশোরগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার ভুমি (সিনিয়র সহকারী সচিব)মোহাম্মদ হাবিবুর রহমানকে পরিবেশ অধিদপ্তরের নিবাহী ম্যাজিষ্ট্রট হিসেবে পরিবেশ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
ঢাকাটাইমস/এইচআর