আব্বাসের সাবেক পিএস বিজন কান্তি বাধ্যতামূলক অবসরে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ আগস্ট, ২০১৪ ১৭:২২:১০
ঢাকা: বিএনপিপন্থি কর্মকর্তাহিসেবে পরিচিত সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসের পিএস বিজন কান্তি সরকারকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় বিজন কান্তি সরকারকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) বিজন কান্তি সরকারের চাকরিকাল ২৫ (পঁচিশ) বছর পূর্ণ হয়েছে। তাই সরকার জনস্বার্থে তাকে চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করছে। তাই গণকর্মচারী (অবসরগ্রহণ) আইন ১৯৭৪ এর ৯ (২) ধারার ক্ষমতাবলে সরকার তাকে চাকরি হতে অবসর প্রদার করলেন।
(ঢাকাটাইমস/১৩আগস্ট/এইচআর/এমএম)