ভিডিও কনফারেন্স
শিক্ষনবিশ সহকারী কমিশনারদের সঠিক দায়িত্ব পালনের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ আগস্ট, ২০১৪ ১১:৫৬:০৯
ঢাকা: শিক্ষনবিশ সহকারী কমিশনারদের সঠিক দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা।
আজ শনিবার সকাল ১০টায় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সিলেট বিভাগীয় কমিশনারের দপ্তর থেকে একযোগে বিসিএস প্রশাসন ক্যাডারের্ ৩৩তম ব্যাচের নবযোগদানকৃত শিক্ষানবিস সহকারী কমিশনারদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং মাধ্যমে এ নির্দেশ দেন।
এসময় মন্ত্রিপরিষদ সচিব সরকারি দায়িত্ব পালেন বিভিন্ন দিক তুলে ধরেন। তা যথাযথভাবে পালনের নির্দেশনা দেন।
গত বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিয়ের কথা অবহিত করে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখা থেকে ছয় বিভাগীয় কমিশনারসহ সকল জেলা প্রশাসককে পত্র দেয়া হয়।
ঢাকাটাইমস/০৯আগস্ট/ এইচআর/এআর/ ঘ.)