প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ আগস্ট, ২০১৪ ১৪:৫৮:০৩

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) সাইদুর রহমানকে সচিবলায় শাখায় ন্যস্ত করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ঢাকা্র সহকারী পরিচালককে সচিবালয়ে ন্যস্ত করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (ওএসডি) শামীম আহমেদকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য সচিব শাখায় ন্যস্ত করা হয়।
এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সহকারী সচিব বেগম রুমানা খোরশেদকে সহকারী পরিচালক সাপোর্ট টু ডেভেলপমেন্ট অব কালিয়াকৈর হাই-টেক পার্ক/আইটি পার্ক প্রজেক্ট শীর্ষক প্রকল্পে ন্যস্ত করা হয়।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থপনা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. কামাল উদ্দিনকে উপপরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়য় সিলেটে ন্যস্ত করা হয়েছে।
টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শোয়েব আহমেদ খানকে সমুদ্র পরিবহন অধিদপ্তরের স্পেশাল অফিসার মেরিন সেফটি পদে বদলি করা হয়েছে।
উপপরিচালক, ওয়েজ আর্নাস কল্যাণ তহবিলের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. শাসসুল ইসলামকে গত জুন মাসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগপূর্বক তার চাকরি স্থানীয় সরকার বিভাগের ন্যস্ত করা হয়। কিন্তু অদ্যাবধি তার বদলি করা কর্মস্থলে যোগদান করেনি। তাই কাল যোগ দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/ ৬ আগস্ট/ এইচআর/ ১৪.৫৪ঘ.)