logo ০৩ মে ২০২৫
প্রেস কাউন্সিলের নতুন চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ আগস্ট, ২০১৪ ১৭:৩২:৫৫
image

ঢাকা: প্রেস কাউন্সিলের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ।


সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করার শর্তে তাকে তিন বছরের জন্য চুক্তিতে নিয়োগ করা হয়।  


প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সাবেক বিচারপতি বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি বি কে দাস ২০১০ সালের ৯ নভেম্বরে তিন বছরের জন্য বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিযুক্ত হন। এর পর এই পদে কাউকে নিয়োগ করা হয়নি। এদিকে সাবেক এই বিচারপতি বিকে দাস গত গত ১২ জুন  মারা গেছেন।


(ঢাকাটাইমস/৪আগস্ট/এইচআর/এমএম)