logo ০৩ মে ২০২৫
প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ আগস্ট, ২০১৪ ১৭:৩২:০৪
image

ঢাকা: পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আলী আকবর ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) আহমেদ কবির নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতীন কুমার কুণ্ডু জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. জহিরুল ইসলাম খাঁন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।


টাঙ্গাইলের অতিরিক্ত জেল প্রশাসক মো. ছরোয়ার হোসেনকে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় ন্যস্ত করা হয়েছে।


বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমানকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা লে. কর্নেল আলমগীর কবীরকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (নিরাপত্তা) পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত নৌ-পরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন রকিব উদ্দিন ভূইয়া, (ট্যাজ), পিএসসি, বিএন অধিনায়ককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।


বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা কমান্ডার জামিল আশরাফ, (জি), বিএনকে চট্টগ্রামের জেনারেল ম্যানেজার (ফিশ হারবার) পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা কমডোর মুদাস্এস নাসির, (এন), এনসিসি, পিএসসিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ডিন পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত শিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


(ঢাকাটাইমস/৪আগস্ট/এমএম)