logo ০৩ মে ২০২৫
পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাকড
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ আগস্ট, ২০১৪ ১৮:৩৭:০৮
image

ঢাকা: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। শনিবার দুপুরে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (http://www.mochta.gov.bd/) ঢুকে এ চিত্র দেখা যায়।


হ্যাকড হওয়া পাতায় লেখা থেকে জানা যায়, ‘ব্যাকআপ সিকিউরিটি ডি২’ নামে একটি দল ওয়েবসাইটি হ্যাক করেছে। এর নিচে সৈন্যদের মতো একজন ছবি দেয়া। যেখানে সৈন্যটি স্যালুট দিচ্ছে।


জানতে চাইলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী তথ্য কর্মকর্তা এ এইচ এম জুলফিকার আলী ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি জানাচ্ছি।’


(ঢাকাটাইমস/ ২ আগস্ট/ এইচএফ/ঘ.)