র্যাবে নতুন মুখপাত্র
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ জুলাই, ২০১৪ ১৬:৩০:১৯
ঢাকা: র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালকের দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন বিমান বাহিনীর উইং কমান্ডার এটিএম হাবিবুর রহমান।
তার স্থলাভিষিক্ত হয়েছেন নৌবাহিনীর কমান্ডার মুফতি মাহমুদ। চার মাস আগে র্যাবের আসার পর তিনি র্যাব-৯ এর অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন।
হাবিবুর রহমান পদোন্নতি পেয়ে বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন হয়েছেন। তিনি জানিয়েছেন, বুধবার তিনি নিজ বাহিনীতে নতুন কর্মস্থলে যোগ দেবেন।
২০০৯ সালের ২৯ ডিসেম্বর থেকে র্যাবের মুখপাত্রের দায়িত্ব পালন করে আসা হাবিবুর রহমান মঙ্গলবার মুফতি মাহমুদকে দায়িত্ব বুঝিয়ে দেন।
বিমান বাহিনীর হাবিবুর রহমানের আগে র্যাবের মুখপাত্রের দায়িত্বে ছিলেন নৌবাহিনীর কর্মকর্তা এম সোহায়েল।
(ঢাকাটাইমস/২২জুলাই/এমএম)