logo ০৪ মে ২০২৫
লিবিয়া-সিঙ্গাপুরে কাউন্সেলর (শ্রম) নিয়োগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ জুলাই, ২০১৪ ১৭:১২:০৬
image

ঢাকা:ঢাকার যুগ্ম কর কমিশনার বেগম আয়েশা সিদ্দিকা শেলীকে সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের শ্রম উইং এ কাউন্সেলর (শ্রম) হিসেবে প্রেষণে নিয়োগের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিটের যুগ্ম কর কমিশনার আ স ম আশরাফুল ইসলামকে লিবিয়ার ত্রিপলীতে বাংলাদেশ দূতাবাসে শ্রম উইং এ কাউন্সেলর (শ্রম) হিসেবে প্রেষণে নিয়োগের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।


রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


(ঢাকাটাইমস/২০ জুলাই/এজে)