অস্ট্রেলিয়ার হাইকমিশনার হলেন কাজী ইমতিয়াজ হোসেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ জুলাই, ২০১৪ ১৬:৩৫:০১
ঢাকা: অস্ট্রেলিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে জ্যেষ্ঠ কূটনীতিক কাজী ইমতিয়াজ হোসেনকে হাইকমিশনার পদে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে তিনি থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার সকালে এই তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পেশাগত জীবনে কাজী ইমতিয়াজ হোসেন বিভিন্ন সময়ে নিউইয়র্ক, কলকাতা, জেনেভা ও বেইজিংয়ে বাংলাদেশের পক্ষে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে উচ্চতর পর্যায়ে পড়াশোনা করেছেন। পাশাপাশি তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে প্যারিস থেকে ডিপ্লোমা করেছেন।
(ঢাকাটাইমস/১৬জুলাই/এমএম)