সিনিয়র সহকারী সচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ জুলাই, ২০১৪ ১৮:১২:১৬

ঢাকা: খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মজিবুর রহমানকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোসাম্মাৎ জোহরা খাতুনকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বেগম সায়মা আফরোজকে খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়েছে।
জাতীয় মহিলা সংস্থার উপ-পরিচালক মো. রেজাউল কবীরকে ভূমি সংস্কার বোর্ডের সহকারী পরিচালক পদে নিয়োগের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মোহাম্মদ খালেদ রহীমকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিনিয়োগ বোর্ডের উপ-পরিচালক পদে প্রেষণে কর্মরত বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) কাজী সফিকুল আলমকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়নের লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় ন্যস্ত করা হয়েছে।
কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওবায়দুল ইসলামকে জন বিভাগ, রাষ্ট্রপতির কার্যালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় ন্যস্ত করা হয়েছে।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহকে কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৫ জুলাই/এজে)