অতিরিক্ত জেলা প্রশাসক পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ জুলাই, ২০১৪ ১৮:১২:৫৪
ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মোল্লা মাহমুদ হাসানকে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মো. ফজলে রাব্বীকে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।
লালমনিরহাটের আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল আলম সরকারকে লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/০৯ জুলাই/এজে)