সহকারী কমিশনার (ভূমি) পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ জুলাই, ২০১৪ ১৮:২২:৫৩
ঢাকা: নওগাঁ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আশেক হাসানকে পরবর্তী পদায়নের জন্য রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
পাবনার ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হামিদুল ইসলামকে পরবর্তী পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
দিনাজপুরের বিরল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে পরবর্তী পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
ঢাকা মোহাম্মদপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) খন্দকার মুঃ মুশফিকুর রহমানকে পরবর্তী পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
চট্টগ্রামের ফটিকছড়ির সহকারী কমিশনার (ভূমি) এ টি এম আজহারুল ইসলামকে পরবর্তী পদায়নের জন্য সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/৭ জুলাই/এজে)