প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ জুলাই, ২০১৪ ১৭:২৬:২৬

ঢাকা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব (জ্যেষ্ঠ সহকারী সচিব) মো. কামরুল হাসানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব পদে বদলি করা হয়েছে।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) মো. শিব্বির আহমদ উছমানীকে ভূমি মন্ত্রণালয়ের সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে বদলি করা হয়েছে।
বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আরাফাত রহমানকে পরবর্তী পদায়নের জন্য রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব) মো. আব্দুল ওয়াহাব রাশেদকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) জ্যেষ্ঠ সহকারী পরিচালক পদে নিয়োগ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. গাউসকে বরিশাল বিভাগীয় কমিশনারের পদে বদলি করা হয়েছে।
সড়ক বিভাগের যুগ্ম সচিব সাজ্জাদুল হাসানকে সিলেট বিভাগীয় কমিশনারের পদে বদলি করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/২ জুলাই/এজে)