প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ জুন, ২০১৪ ১৭:৫৫:১৪
ঢাকা: বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার বেগম লতিফা জান্নাতীকে সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য বরিশাল বিভাগে ন্যস্ত করা হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার বেগম সুবর্না রানী সাহাকে সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. শিরাজুল ইসলামকে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী পদে বদলি করা হয়েছে।
পাবনার চাটমোহর উপজেলা প্রকৌশলী মো. মনিরুল ইসলামকে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের উপ-বিভাগীয় প্রকৌশলী/জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী পদে বদলি করা হয়েছে।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৯ জুন/এজে)