প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ জুন, ২০১৪ ১৭:২৫:৫৩
ঢাকা: পেটেন্ট ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তরের সহকারী রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেনকে পেটেন্ট ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তরের ডেপুটি রেজিস্ট্রার পদে বদলির লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট্রের সহকারী পরিচালক পদে বদলির লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৩ জুন/এজে)