logo ০৯ মে ২০২৫
প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ জুন, ২০১৪ ১৭:১৭:৫৭
image

ঢাকা: কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন মিয়াকে ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি করা হয়েছে।


ফরিদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হেনা মোরশেদ জামানকে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি করা হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সরদার সরাফত আলীকে ফরিদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি করা হয়েছে।


রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. হাসানুজ্জামানকে (কল্লোল) কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি করা হয়েছে।


ঢাকা আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম খানকে রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি করা হয়েছে।


স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ জাহাঙ্গীর কবীরকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি করা হয়েছে।


বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


(ঢাকাটাইমস/১২ জুন/এজে)