logo ০৯ মে ২০২৫
মন্ত্রণালয়ে শূন্য পদ ২২৮২৫৬
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ জুন, ২০১৪ ১৮:২৭:৩৭
image

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রী বেগম ইসমাত আরা সাদেক জানিয়েছেন, বর্তমানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দুই লাখ ২৮ হাজার ২৫৬টি পদ শূন্য রয়েছে।


মঙ্গলবার জাতীয় সংসদে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আজীমের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি।


সংরক্ষিত মহিলা আসন-৪২ এর সদস্য নুরজাহান বেগমের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, সারা দেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ৯৩৪ জন মহিলা কর্মকর্তা রয়েছে।


ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য শরীফ আহমেদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, সরকারের অধীনস্থ সচিব পদে ৫৩ জন এবং অতিরিক্ত সচিব পদে ১১৭ জন, যুগ্ম সচিব পদে ৫০৫ জন এবং উপসচিব পদে ১৩০৬ জন কর্মরত আছেন।


সিলেট-৫ আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকার সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণে ২০১৩ সালে বেতন ও চাকরি কমিশন গঠন করেছে। এছাড়া জনপ্রশাসনের সব জনবল কাঠামোকে সুসামঞ্জস্য করার লক্ষ্যে সরকার তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের বেশ কিছু পদের ‘পদনাম’ পরিবর্তন করেছে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে সমতা বিধানের জন্য নিম্নতর স্কেলের বেশ কিছু পদকে আপগ্রেড করেছে সরকার।


ইসমাত আরা সাদেক বলেন, ‘তৃতীয় ও চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীদের পক্ষ থেকে কিছু পদের নাম পরিবর্তন এবং কিছু পদকে আপগ্রেড করার আবেদন করা হয়েছে। তাদের আবেদনের বিষয় বিবেচনার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি কর্মচারীদের দাবি-দাওয়ার যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ পেশ করবে। সুপারিশের আলোকে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’


(ঢাকাটাইমস/১০ জুন/এজে)