সহকারী সচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ জুন, ২০১৪ ১৮:০৭:৫৯
ঢাকা: ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. মনিরুজ্জামান খানকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব পদে বদলি করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) মো. জামাল উদ্দিন বিশ্বাসকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব-ক্যাডার বহির্ভূত) পদে বদলি করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) মো. নুরুল ইসলাম তালুকদারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব-ক্যাডার বহির্ভূত) পদে বদলি করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/০৪ জুন/এজে)