শামীম চৌধুরী প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ জুন, ২০১৪ ১৬:২১:২৮

ঢাকা: বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের জ্যেষ্ঠ কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে যোগদান করেছেন।
প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব মো. নুর এলাহি মিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়েছে।
১৯৮২ ব্যাচের কর্মকর্তা মুক্তিযোদ্ধা এ কে এম শামীম চৌধুরী এর আগে অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে তথ্য ক্যাডারের বিভিন্ন পদে কাজ করেছেন। অভিজ্ঞ এ কর্মকর্তা সুনামের সাথে প্রধান তথ্য অফিসার, বাংলাদেশ বেতারের মহাপরিচালক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক পদে কাজ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৯ সালে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতকোত্তর শামীম চৌধুরী দেশে-বিদেশে গণমাধ্যম বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার ও কনফারেন্সে অংশগ্রহণ করে তিনি অবাধ তথ্য প্রবাহে সরকারের অবস্থান তুলে ধরে দেশের ভাবমূর্তি বহির্বিশ্বে উজ্জ্বল করতে অবদান রাখেন।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে মুক্তিযুদ্ধ নিয়ে কয়েকটি গবেষণামূলক প্রকাশনা তার সম্পাদনায় প্রকাশিত হয়।
(ঢাকাটাইমস/৩জুন/ এএসএ/এআর/ ঘ.)