logo ০৯ মে ২০২৫
প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ মে, ২০১৪ ১৯:২৮:৫৭
image

ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা পদে প্রেষণে কর্মরত উপসচিব অমর চান বণিককে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব পদে পদায়নের লক্ষ্যে তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-৩ শাখায় ন্যস্ত করা হয়েছে।


বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় বদলি সংক্রান্ত এ আদেশ জারি করেন।


পৃথক আরেক আদেশে সচিবালয় শাখায় ন্যস্তকৃত সিনিয়র সহকারি সচিব বেগম শাহীন আখতারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। সচিবালয়ে ন্যস্তকৃত সিনিয়র সহকারি সচিব বেগম রাফাত আফরিন দিনাকে তথ্য মন্ত্রণালয় বদলি করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব বেগম নুসরত আইরিনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।


পৃথক অন্য আরেকটি আদেশে চট্টগ্রামের অতিরিক্ত প্রশাসক তানভীর আহমেদ ছিদ্দিকীকে সমগ্র চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেয়া হয়েছে।


(ঢাকাটাইমস/২৮মে/এমএম)