উপ-সচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ মে, ২০১৪ ১৭:৫০:১৪

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত (উপ-সচিব) মো. জাহাঙ্গীর হোসেনকে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পদে নিয়োগ করা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব মো. গোলাম মুস্তফাকে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পদে নিয়োগ করা হয়েছে।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের (জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হিসেবে বদলির আদেশাধীন) উপ-পরিচালক মো. মাহবুবুর রহমানকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পদে বদলি করা হয়েছে।
সরকারি যানবাহন মেরামত কারখানার ম্যানেজার মো. রেজানুর রহমানকে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পদে বদলি করা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মোয়াজ্জেম হোসেনকে প্রাইভেটাইজেমন কমিশনের উপ-পরিচালক পদে নিয়োগের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) এ বি এম বদিউজ্জামানকে জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের সিস্টেম অ্যানালিস্ট হিসেবে নিয়োগের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপ-সচিব তাহমিদ হাসনাত খানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব পদে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) সুশান্ত কুমার কুন্ডুকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপ-সচিব পদে নিয়োগ করা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (উপ-সচিব) এস এম রেজাউল মোস্তফা কামালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব পদে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) বেগম ফেরদৌস রওশন আরাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব পদে নিয়োগ করা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপ-সচিব মো. মাহবুব-উল-আলমকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব পদে নিয়োগ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) নিমাই চাদ বিশ্বাসকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপ-সচিব পদে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) জাহানারা বেগমকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব পদে বদলি করা হয়েছে।
জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের সিস্টেম অ্যানালিস্ট (উপ-সচিব) মো. সফিকুল ইসলামকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/২১ মে/এজে)