logo ১০ মে ২০২৫
রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার ওসিকে বদল
রাজশাহী প্রতিনিধি, ঢাকাটাইমস
২০ মে, ২০১৪ ১৭:৩৬:৩০
image


রাজশাহী: রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভুঁইয়াকে নগরীর শাহ মখদুম থানায় বদলি করা হয়েছে। আর শাহ মখদুম থানার ওসি আবদুস সোবহানকে বোয়ালিয়া মডেল থানার ওসির দায়িত্ব দেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রশাসনিক কারণে মহানগরীর গুরুত্বপূর্ণ বোয়ালিয়া মডেল থানার ওসির দায়িত্বে এ পরিবর্তন আনা হয়েছে বলে জানান কমিশনার। তবে বিকেল তিনটা নাগাদ শাহ মখদুম থানায় যোগদান করেননি সায়েদুর রহমান ভুঁইয়া। ওই সময় ওসি আবদুস সোবহান সেখানে দায়িত্বপালন করছিলেন।

শাহ মখদুম থানার ডিউটি অফিসার এসআই দারেস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দায়িত্বরত সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার ঘটনায় বিতর্কিত ভূমিকার কারণে ওসি সায়েদুর রহমান ভুঁইয়ার অপসারণ দাবি করে আসছিলেন রাজশাহীর স্থানীয় সাংবাদিকরা। এ নিয়ে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপিও দেয়া হয়।

(ঢাকাটাইমস/২০মে/প্রতিনিধি/এমআর/ঘ.)