প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ মে, ২০১৪ ১৭:৪৫:২৪

ঢাকা: নওগাঁর পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মো. রফিককে টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার পদে পদায়নের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আব্দুল্লাহ্ আল মনসুরকে সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
খুলনা জেলার রূপসা উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহসান তালুকদারকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্টাফ অফিসার মো. আবু নাসের ভূঁইয়াকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব বেগম নুসরাত আইরিনকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/২০ মে/এজে)