উপ-সচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ মে, ২০১৪ ১৮:০৪:১০
ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) আয়েজ উদ্দিন আহমেদকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পরিচালক পদে প্রেষণে নিয়োগের লক্ষ্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) মোহাম্মদ ইরফান শরীফকে রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীন ‘পার্বত্য চট্টগ্রাম এলাকায় সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প-৩য় পর্যায়’ শীর্ষক প্রকল্পের পরিচালক পদে প্রেষণে নিয়োগের লক্ষ্যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব বেগম সানজিদা সোবহানকে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (বি পি আই, উত্তরা, ঢাকা) পরিচালক পদে প্রেষণে নিয়োগের লক্ষ্যে জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৪ মে/এজে)