logo ১০ মে ২০২৫
মাঠ প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ মে, ২০১৪ ১৭:৪২:২৮
image

ঢাকা: নওগাঁ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক বেগম নাজনীন হোসেনকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর ক্ষমতা অর্পণ করা হয়েছে।


মন্সীগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম শওকত আলম মজুমদারকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর ক্ষমতা অর্পণ করা হয়েছে।


নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রাশেদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (জ্যেষ্ঠ সহকারী সচিব) হিসেবে বদলি করা হয়েছে।


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. বাবুল মিঞাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (জ্যেষ্ঠ সহকারী সচিব) হিসেবে বদলি করা হয়েছে।


বেসরকারি সদস্যদের বিল এবং সিদ্ধান্ত সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. জিল্লুল হাকিমের একান্ত সচিব হিসেবে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ হারুনকে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।


বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


(ঢাকাটাইমস/৮ মে/এজে)