যুগ্ম-সচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ মে, ২০১৪ ২১:১৯:২৬

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম-সচিব) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে সংযুক্ত (ব্যবস্থাপনা পরিচালক, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্তির আদেশাধীন) মো. হাবিবুর রহমানকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সচিব পদে নিয়োগ করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য মো. ইয়াকুব আলী পাটোয়ারীকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য পদে নিয়োগ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম-সচিব) মো. জায়েদুল হক মোল্লা এন ডি সিকে সাভার বি পি এ টি সি’র এম ডি এস পদে নিয়োগ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কে এম আলী আজমকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক পদে নিয়োগ করা হয়েছে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য এ কে এম শাহিদুর রহমানকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ পি ডি অনুবিভাগে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম-সচিব) (সরকারি কর্ম কমিশন সবিচালয়ের পরিচালক হিসেবে বদলির আদেশাধীন) এ এস এম ইমদাদুদ দস্তগীরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে নিয়োগ করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/৭ মে/এজে)