logo ১০ মে ২০২৫
অপরাধীরা কেউ আইনের ঊর্ধ্বে নয়: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ মে, ২০১৪ ১৮:৫৪:৪০
image


ঢাকা: অপরাধ সভায় পুলিশ কর্মকর্তাদের প্রতি আইজিপি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আইন-শৃঙ্খলা বজায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার। রবিবার দিনব্যাপী পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী  ত্রৈমাসিক (জানুয়ারি-মার্চ) অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, নিজেদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সুষ্ঠু আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ  কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। আইজিপি বলেন, বিগত বছরে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের পুলিশ সদস্যরা চরম ধৈর্য ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। অনেকে দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন।  তাঁদের এ মহান আত্মত্যাগ ভবিষ্যতে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে অনুপ্রেরণা যোগাবে।  সভায় আইজিপি দেশব্যাপী অপহরণের মামলাসমূহের মোটিভ নির্ধারণ এবং  প্রতিটি মামলায় ঊর্ধ্বতন কর্মকর্তার নিবিড় পর্যবেক্ষণ নিশ্চিত করতে নির্দেশ প্রদান  করেন।  তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন এবং  কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে মাদকের ক্ষতিকর দিক জনসাধারণের নিকট তুলে ধরতে  সকলের প্রতি আহবান জানান।  পুলিশ প্রধান বলেন, অপরাধী অপরাধীই, কেউ আইনের ঊর্ধ্বে নয়। নিরপেক্ষভাবে দায়িত্ব  পালনের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুষ্ঠু রাখতে হবে। তিনি বলেন, জঙ্গিবাদ, চাঁদাবাজি, নারী ও শিশু পাচার, খুন, ছিনতাই, অপহরন ইত্যাদি অপরাধ সম্পর্কে সর্তক ও সজাগ থাকতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

সভায় দেশের সকল মহানগরের পুলিশ কমিশনার, রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) সহ অন্যান্ন, পুলিশের  ইউনিটের প্রধানগণ এবং পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ সদর দপ্তরের উপ মহা-পুলিশ পরিদর্শক ডিআইজি (অপরাধ) হেলাল উদ্দিন বদরী সভায় গত তিন  মাসের অপহরণ, খুন, ছিনতাই, চাঁদাবাজি, নারী ও শিশু পাচার, অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার  ইত্যাদিসহ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। সভায় জানানো হয়, সামগ্রিক  অপরাধ বর্তমান তিন মাসে পূর্ববর্তী তিন মাসের (অক্টোবর-ডিসেম্বর, ২০১৩) তুলনায় কমেছে। একই সময়ে খুন, এসিড নিক্ষেপ, নারী নির্যাতন এবং দ্রুত বিচার আইনে মামলা হ্রাস  পেয়েছে। আলোচিত সময়ে ৫০৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

(ঢাকাটাইমস/ ৪ মে/ এএ)