ঢাকা: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনোজ কান্তি বড়ালকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে বদলি করা হয়েছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব উৎপল কুমার দাসকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) তপন কুমার নাথকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের উপসচিব এ বি এম আমিন উল্লাহ নূরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মনিরুল ইসলামকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুর রহিমকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) বেগম লিপিকা ভদ্রকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক (উপসচিব) মনোরঞ্জন বিশ্বাসকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) দিপঙ্কর মন্ডলকে সড়ক বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) বেগম শামীমা আরা খাতুনকে পানি সম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মো. আজাদুর রহমান মল্লিককে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে।
মংলা বন্দর কর্তৃপক্ষের সচিব (উপসচিব) মো. হেলাল উদ্দিন ভূইয়াকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) পদে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) মো. শোহেলের রহমান চৌধুরীকে অর্থ বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক (উপসচিব) মোহাম্মদ মুসাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/৩০ এপ্রিল/এজে)