তিন সাব-রেজিস্ট্রার বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ এপ্রিল, ২০১৪ ১৬:৪৮:২৪
ঢাকা: অনিয়ম-দুর্নীতি ও অসদাচারণের অভিযোগে তিনজন সাব-রেজিস্ট্রারকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া অপর একজনকে জেলা কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
বরখাস্তরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের সাব-রেজিস্ট্রার সাবিকুন্নাহার, মাগুরার সদরের সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার দাস ও মানিকগঞ্জের সাটুরিয়ার সাব-রেজিস্ট্রার নেয়ামুল বারী। এছাড়া গাইবান্ধার পলাশবাড়ির সাব-রেজিস্ট্রার রিপন চন্দ্র মল্লিককে জেলা কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক খান মোঃ আবদুল মান্নানের স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসব সাব-রেজিস্ট্রারদের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়ম ছাড়াও বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতি, জাল দলিল ও ঘুষ গ্রহণ অভিযোগ রয়েছে।
(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এএসএ)