শিশু একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ এপ্রিল, ২০১৪ ১৭:১৩:৪২
ঢাকা: বেগম সেলিনা হোসেনকে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান পদে দুই বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী তাকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।
সেলিনা হোসেনের জন্ম ১৯৪৭ সালে। কর্মজীবন কাটিয়েছেন বাংলা একাডেমিতে পরিচালক হিসেবে। ১৯৭২ সালে তার প্রথম উপন্যাস জলোচ্ছ্বাস বের হয়। একাধারে তিনি লিখেছেন ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ এবং শিশুদের জন্য গল্প।
সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ১৯৮০ সালে বাংলা একাডেমি পুরস্কার পান সেলিনা হোসেন। ২০০৮ একুশে পদক সালে পান। এছাড়া দেশে-বিদেশে নানা সময়ে আরো অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন।
২০১০ সালে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাকে ডি-লিট উপাধিতে ভূষিত করে। তিনি ফারিয়া লারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।
(ঢাকাটাইমস/২৩ এপ্রিল/এজে)