logo ১০ মে ২০২৫
প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ এপ্রিল, ২০১৪ ১৮:৩৭:২৮
image

ঢাকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলামের (অব.) একান্ত সচিব হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. বাবুল মিঞাকে নিয়োগ করা হয়েছে।


সিলেট সিটি করপোরেশনের সচিব পদে প্রেষণে কর্মরত উপ-সচিব মমতাজ বেগমকে আগামী ২৩ এপ্রিল ২০১৪ তারিখের মধ্যে সিলেটের উপ-ভূমি সংস্কার কমিশনার পদে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। নাহলে ২৪ এপ্রিল ২০১৪ তারিখ বিকালে তাকে তার বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে ঘোষণা করা হবে।


গত ২০ জানুয়ারি জনপ্রশাসন মন্তণালয়ের এক প্রজ্ঞাপনে মমতাজ বেগমকে বদলির আদেশ দেয়া হলেও আজো তিনি তা মানেননি।


রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।


(ঢাকাটাইমস/২০ এপ্রিল/এজে)