বিএসইসির চার কমিশনারের চুক্তির মেয়াদ বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ এপ্রিল, ২০১৪ ১৭:০২:০৯

ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চার কমিশনারের চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিএসইসি কমিশনার পদে চুক্তি ভিত্তিক নিয়োজিত অধ্যাপক মো. হেলাল উদ্দিন নিজামীর চুক্তি ভিত্তিক নিয়োগের মেয়াদ পূর্বের চুক্তির ধারাবাহিকতায় আগামী ০২ মে ২০১৪ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য বৃদ্ধি করা হলো।
অপর এক প্রজ্ঞাপনে বলা হয়, বিএসইসি কমিশনার পদে চুক্তি ভিত্তিক নিয়োজিত মো. আমজাদ হোসেনের চুক্তি ভিত্তিক নিয়োগের মেয়াদ পূর্বের চুক্তির ধারাবাহিকতায় আগামী ২৯ মে ২০১৪ অথবা যোগদানের তারিখ থেকে তার বয়স ৬৫ (পঁয়ষট্টি) বছর পূর্ণ হওয়া অর্থাৎ ৩০ এপ্রিল ২০১৮ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো।
বিএসইসি কমিশনার পদে চুক্তি ভিত্তিক নিয়োজিত আরিফ খান, এফ সি এম এ এর চুক্তি ভিত্তিক নিয়োগের মেয়াদ পূর্বের চুক্তির ধারাবাহিকতায় আগামী ২৯ মে ২০১৪ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য বৃদ্ধি করা হলো।
বিএসইসি কমিশনার পদে চুক্তি ভিত্তিক নিয়োজিত মো. আব্দুস সালাম সিকদারের চুক্তি ভিত্তিক নিয়োগের মেয়াদ পূর্বের চুক্তির ধারাবাহিকতায় আগামী ১৪ জুলাই ২০১৪ অথবা যোগদানের তারিখ থেকে তার বয়স ৬৫ (পঁয়ষট্টি) বছর পূর্ণ হওয়া অর্থাৎ ২৮ জানুয়ারি ২০১৭ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো।
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে পজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/১০ এপ্রিল/এজে)