শাহজালালে এপিবিএন অধিনায়ককে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ এপ্রিল, ২০১৪ ২১:৩২:৩৬
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. আব্দুল্লাহ আরেফকে (পুলিশ সুপার) খুলনা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ আশফাকুল নুমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার বদলির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/৯ এপ্রিল/এএ/এজে)