logo ১১ মে ২০২৫
প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ এপ্রিল, ২০১৪ ১৮:৪৬:০৩
image


ঢাকা: ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলামকে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে। এছাড়া পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অমল কৃষ্ণ মণ্ডলকে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক আহমদ কবিরকে পঞ্চগড় জেলা প্রশাসক কারর্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পদে, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক এএনএম বজলুর রশিদকে রাজবাড়ি জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পদে বদিল করা হয়েছে।



পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ইসমাইল হোসেনকে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে।



রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।



এছাড়া অন্য একটি আদেশে ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল ওহাব খানকে গত ১৩ জানুয়ারি অভ্যন্তরীণ সম্পদ বিভাগে আইন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছিল। কিন্তু তিনি বদলিকৃত পদে যোগ দেননি। তাকে আবার ৯ এপ্রিলের মধ্যে তাকে ঐ পদে যোগদান করার জন্য আবার নোটিশ দেয়া হয়েছে। ৯এপ্রিল এর মধ্যে তিনি যোগ না দিলে তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবে।



এছাড়া পৃথক একটি আদেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মো, ফসিউল্লাহকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের উপ-সচিব পদে, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বিভাগের মানেজার  (উপ-সিচব) সনত কুমার সাহাকে কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব পদে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল হিসেবে বদিলর আদেশাধীন উপ-পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেনকে তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব পদে বদলি করা হয়েছে। পৃথক আরেকটি আদেশে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব ড. পিয়ার মোহাম্মদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব পদে, ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব রঞ্জিত চন্দ্র সরকারকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপ-সচিব পদে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. আব্দুল করিমকে শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব পদে, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব কেএম আবদুল ওয়াদুদকে কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব পদে বদলি করা হয়েছে।



পৃথক আদেশে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলিকৃত একেএম শওকত আলম মজুমদারকে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সচিব পদে আগামী ৮ এপ্রিলের মধ্যে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ৮ এপ্রিলের মধ্যে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ জসিম উদ্দিনকে বাংলাদেশ পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ বদলি করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখ কামাল হোসেনকে পরিবেশ অধিদপ্তরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।


পৃথক আদেশে সড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব ড. সৈয়দা সালমা বেগমকে ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী নিয়ন্ত্রক জিয়াউদ্দিন আহমেদকে ফরিদপুরে অতিরিক্ত জেলা প্রশাসক


হিসেবে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারী সচিব বেগম নুসরাত নোমানকে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক পদে, কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা নির্বাহী অফিসার আবু হেনা মো. মোস্তফা কামালকে কুষ্টিয়া জেলার অতিরিক্ত প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। যশোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসানকে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।


এছাড়া পৃথক আদেশে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানকে পদায়নের লক্ষ্যে বিভাগীয় কমিশনারের কার‌্যালয় ঢাকায় ন্যস্ত করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালযের সিনিয়ন সহকারী সচিব মো. আশরাফুল মমিন খানকে পদায়নের লক্ষ্যে বিভাগীয় কমিশনারের কার‌্যালয় রংপুরে ন্যস্ত করা হয়েছে।


(ঢাকাটাইমস/৬এপ্রিল/টিএ/এমএম)