logo ১১ মে ২০২৫
প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ এপ্রিল, ২০১৪ ১৩:৪৭:০৯
image

ঢাকা: জনপ্রশাসনের তিন অতিরিক্ত সচিব, দুই বিভাগীয় কমিশনার, তিন জন অতিরিক্ত বিভাগীয় কমিশনার, এক জেলা প্রশাসকসহ ১০ কর্মকর্তার দপ্তর বদল হয়েছে।


বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়।


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আশরাফুল ইসলামকে (সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে বদলীর আদেশাধীন) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক করা হয়েছে।


জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালকে মোহাম্মদ সাইদুর রহমান পেয়েছেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব।


একই আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মো. জিন্নাতুল হককে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থপনা পরিচালক করা হয়েছে।


ওএসডি অতিরিক্ত সচিব মো. গাউসকে বরিশালের বিভাগীয় কমিশনার এবং সড়ক বিভাগের যুগ্ম-সচিব সাজ্জাদুল হাসানকে সিলেটের বিভাগীয় কমিশনার হিসাবে বদলি করা হয়েছে।


আলাদা আদেশে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মো. আব্দুল মান্নানকে বাণিজ্য মন্ত্রণালেয়ের যুগ্ম-সচিব করে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মেজবাহ উদ্দিনকে চট্রগ্রামের ডিসি করা হয়েছে।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মো. আব্দুর রশিদকে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, নোয়াখালী জেলা পরিষদের প্রধান নিবাহী কর্মকর্তা মো. আল আমিনকে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং ঝালকাঠি জেলা পরিষদের প্রধান নিবাহী কর্মকর্তা মো. নুরুল আলমকে বরিশালের অতিরিক্ত বিভাগী কমিশনার হিসাবে বদলি করা হয়েছে।


ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক খলিলুর রহমানকে সুনামগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক করা হয়েছে। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূইয়াকে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হক খানকে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক ড. সুভাস চন্দ্র বিশ্বাসকে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক বেগম নুপুন আকতারকে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক এএনএম মঈনুল ইসলামকে গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদ কুতুবকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পদে বদলি করা হয়েছে।



জন প্রশাসনের অন্য একটি আদেশে সচিবালয়ে শাখা ন্যস্ত সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবদুল কাদেরকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব, পানিসম্পদ মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন সিনিয়র সহকারী সচিব নাফিস আরেফিনকে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়েছে।


ঢাকার সহকারী ভূমি সংস্কার কমিশনার বেগম মালেকা পারভীনকে ভূমি আপিল বোর্ড শাখার প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক এসাইনমেন্ট অফিসার শেখাবুর রহমানকে এনজিও বিষয়ক উপ-পরিচালক, সহকারী ভূমি সংস্কার কমিশনার বেগম রোকসিন্দা ফারহানাকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বাংলাদেশ জলবায়ূ পরিবর্তন ট্রাস্ট এর উপ-পরিচালক পদে বদলি করা হয়েছে।



(ঢাকাটাইমস/ ২ এপ্রিল/ জেডএ.)