সামছুল হক এনএসআইয়ের নতুন ডিজি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ মার্চ, ২০১৪ ১৭:৩৪:১৪
ঢাকা: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) মহাপরিচালক পদে সেনাবাহিনীর মেজর জেনারেল মো. সামছুল হককে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সেনা কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মো. সামছুল হক পিএসসি-কে এনএসআইয়ের দায়িত্বে পাঠানোর জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
সামছুল হক ২০১৩ সালের ১৯ মে থেকে প্রেষণে সেনা কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।
সামছুল হক এনএসআইয়ের দায়িত্বে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম মনজুর আহমেদের স্থলাভিষিক্ত হবেন।
(ঢাকাটাইমস/২৫ মার্চ/এজে)