logo ১৮ মে ২০২৫
ছয় পুলিশ কর্মকর্তা বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ মার্চ, ২০১৪ ১৭:৩১:৫৬
image

ঢাকা: উপজেলা নির্বাচনের চতুর্থ পর্যায়ের ভোটের আগে ঢাকাসহ ছয় জেলায় পুলিশ সুপার সমপর্যায়ের ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আর এতে অনাপত্তি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়।


শনিবার কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


নোয়াখালীর পুলিশ সুপার আনিসুর রহমানকে যশোরে পাঠানো হয়েছে। যশোরের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রকে উপ-পুলিশ কমিশনার করে ঢাকা মহানগরে আনা হয়েছে।


খুলনার পুলিশ সুপার গোলাম রউফ খানকে উপ-পুলিশ কমিশনার করে বরিশালে পাঠানো হয়েছে। খুলনায় তার স্থানে এসেছেন লালমনিরহাটের পুলিশ সুপার হাবিবুর রহমান।


ঢাকার উপ-পুলিশ কমিশনার ইলিয়াছ শরীফকে নোয়াখালীর পুলিশ সুপারের দায়িত্ব দেয়া হয়েছে। বরিশালের উপ-পুলিশ কমিশনার টি এম মুজাহিদুল ইসলামকে পুলিশ সুপার করে লালমনিরহাটে বদলি করা হয়েছে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই পুলিশ কর্মকর্তাদের বদলির প্রস্তাব দিলে ইসি তাতে অনাপত্তি জানিয়েছে বলে কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন।


চতুর্থ উপজেলা নির্বাচনের চতুর্থ দফায় রবিবার দেশের ৪৩ জেলার ৯১টি উপজেলায় ভোট হবে।


এরই মধ্যে তিন পর্বে দেশের ২৯৪টি উপজেলায় ভোট শেষ হয়েছে। পঞ্চম পর্যায়ে ৭৪টি উপজেলায় ভোট হবে ৩১ মার্চ। দেশের ৪৮৭টি উপজেলার বাকিগুলোয় মে মাসে ভোট হবে।


(ঢাকাটাইমস/২২ মার্চ/এজে)