logo ১২ আগস্ট ২০২৫
বিচার বিভাগে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ ফেব্রুয়ারি, ২০১৪ ২১:৫৪:৩৫
image


ঢাকা: বাংলাদেশ সুপ্রিমকোর্টের পরামর্শ ও অনুমোদনক্রমে ১০ জন জেলা ও দায়রা জজ ও সমপর্যায়ের কর্মকর্তা এবং ৬ জন যুগ্ম জেলা ও দায়রা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোঃ মোক্তার আহমেদকে জামালপুরের বিশেষ জজ; হবিগঞ্জের জেলা ও দায়রা জজ কে এম জুলফিকার আলীকে জয়পুরহাটের জেলা ও দায়রা জজ; পঞ্চগড়ের জেলা ও দায়রা জজ মোঃ মাহবুবুল ইসলামকে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ; ঝিনাইদহের জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব-উল-হককে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ; সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ফখরুদ্দিনকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা; ঢাকার বিশেষ জজ আদালত নং-৮ এর বিশেষ জজ শামস-উল-আরেফিনকে রাঙ্গামাটির জেলা ও দায়রা জজ; জামালপুরের বিশেষ জজ মোঃ মোহসীন মোল্লাকে মাদারীপুরের জেলা ও দায়রা জজ; রাজবাড়ীর জেলা ও দায়রা জজ মাহমুদুল কবিরকে নীলফামারীর জেলা ও দায়রা জজ; ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল নং-১ এর বিচারক মোঃ সাদিকুল ইসলাম তালুকদারকে কক্সবাজারের জেলা ও দায়রা জজ এবং ময়মনসিংহের বিশেষ জজ হুমায়ুন কবিরকে ঢাকার সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক পদে বদলি করা হয়েছে।

যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা মোঃ রুস্তম আলীকে মাগুরার যুগ্ম জেলা ও দায়রা জজ; আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা সালাউদ্দিন মোঃ আকরামকে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ; বাগেরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বপন কুমার সরকারকে খুলনার যুগ্ম জেলা ও দায়রা জজ; পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোঃ সালাহউদ্দিন খাঁকে চট্টগ্রামের অর্থঋণ আদালতের জজ এবং ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা ফেরদৌসকে ঢাকার অর্থঋণ আদালতের জজ পদে বদলি করা হয়েছে। এছাড়া, চাঁদপুরের সিনিয়র সহকারী জজ মোহাম্মদ আব্দুর রহমানকে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে ময়মনসিংহের যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদায়ন করা হয়েছে।

(ঢাকাটাইমস/ ২৪ ফেব্রুয়ারি/ তথ্যবিবরণী/ এআর/ ঘ.)