logo ১১ মে ২০২৫
সচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ ফেব্রুয়ারি, ২০১৪ ১৭:৩৩:৩১
image

ঢাকা: প্রশাসনের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্মসচিব পদে বেশকিছু রদবদল করা হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়। এক আদেশে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ আলতাফ আলীকে রাষ্ট্রপতির কার্যালয়ে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মনজুর হোসেনকে স্থানীয় সরকার বিভাগ সচিব করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. জাফর আহমেদ খানকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত সচিব ড. খোন্দকার শওকত হোসেনকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. গোলাম রব্বানীকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।  



বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব মো. ইমতিয়াজ হোসেন চৌধুরীকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস. এম. আশরাফুল ইসলামে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। ওএসডি কর্মকর্তা মো. রইছউল আলম মণ্ডলকে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আহমেদকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরের প্রধান পরিদর্শক করা হয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য গোলাম মোস্তফাকে সংসদ সচিবালয়ে বদলি করা হয়েছে।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ইনসিটু পদে) মো. শফিকুল ইসলাম এবং কামালা উদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা বেগম রোকসানা কাদেরকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। পরনার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. ফিরোজ সালাহ উদ্দিনকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে। ওএসডি কর্মকর্তা ড. মোহাম্মদ আলী খানকে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুন নাহার বেগমকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে বদলি করা হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য শরাফ উদ্দিন আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পরবর্তী পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে।


বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের পরিচালক আবু তাহেরকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের একটি প্রকল্পের পরিচালক সত্যব্রত সাহাকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যুগ্মসচিব করা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালক কামাল উদ্দিনকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের পরিচালক করা হয়েছে। সিসিমপুর আউটরীচ প্রকল্পের পরিচালক এবিএম জাকির হোসাইনকে মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক করা হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে বদলির আদেশাধীন লোকমান হোসেন মিয়াকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মো. আতাউল হক মোল্লাকে পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের সদস্য করা হয়েছে।       


 (ঢাকাটাইমস/ ৩ ফেব্রুয়ারি/ এইচএফ/ ১৭.৩১ঘ.)