logo ১১ মে ২০২৫
বে-নজির
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ জানুয়ারি, ২০১৪ ১০:৪৪:১০
image


ঢাকা: মেধাবী ও দক্ষ কর্মকর্তা হিসেবে পুলিশ প্রশাসনে তাঁর স্বীকৃতি বহু আগে থেকেই। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হওয়ার পরে ‘এক্সপোজারে’ আসেন বেনজীর আহমেদ। চৌকস এই কর্মকর্তা রীতিমতো ডিএমপিকে ঢেলে সাজিয়েছেন।

গত বছরের ৫ মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলাম যে তা-বলীলা চালায় এবং লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় তা শক্তহাতে মোকাবিলা করে ডিএমপি যে দক্ষতার পরিচয় দেয় তা বিভিন্ন মহলে নানাভাবে প্রশংসিত হয়।

গভীর রাতে ডিএমপির নেতৃত্বে যে অভিযান পরিচালনা করা হয় তাতে ব্যাপক প্রাণহানির আশঙ্কা ছিল। কিন্তু কার্যত রক্তপাতহীন ওই অভিযান পরিচালনার নেতৃত্ব দিয়ে বেনজীর আরও একবার তাঁর দক্ষতা প্রমাণ করেন।

এছাড়া বিগত কয়েক মাসে বিএনপির নেতৃত্বে জামায়াত-শিবির সারাদেশে হরতাল অবরোধের নামে রাজনৈতিক কর্মসূচিতে যে নাশকতা ও সহিংসতা চালায় রাজধানী এর আঁচ থেকে প্রায় মুক্ত ছিল।

এ ক্ষেত্রেও বেনজীর আহমেদের নেতৃত্বাধীন ডিএমপি সদস্যরা যে দক্ষতার পরিচয় দিয়েছে তা নগরবাসীর কাছে প্রশংসা পেয়েছে।

 (ঢাকাটাইমস/ ২১ জানুয়ারি/ এআর/ ঘ.)