logo ১২ মে ২০২৫
পাবনার তিন ওসি প্রত্যাহার
পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
০৩ জানুয়ারি, ২০১৪ ১৪:৩৯:৪০
image

পাবনা: পাবনার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশনের নির্দেশে তাদের প্রত্যাহার করা হয়। দুপুর ১টায় পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।


প্রত্যাহারকৃত ওসিরা হচ্ছেন- সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান, বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ও আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম। 


উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে পাবনা-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী ড. অধ্যাপক আবু সাইয়িদ এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, এই তিন থানার ওসিরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছেন এবং প্রতিপক্ষের লোকজনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে ও হুমকি দিচ্ছে।


তবে পক্ষপাতিত্বের অভিযোগেই তাদের প্রত্যাহার করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।


(ঢাকাটাইমস/ ০৩ জানুয়ারি/ প্রতিনিধি/ এসকে/ঘ.)