৬১৭ পুলিশ সদস্যের পদোন্নতিতে ইসির অনুমোদন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ ডিসেম্বর, ২০১৩ ২০:১৩:৩৪

ঢাকা: পুলিশের কনস্টেবল ও এএসআই (সহকারী উপ-পরিদর্শক) পদমর্যাদার ৬১৭ সদস্যের পদোন্নতিতে অনাপত্তি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের নির্ভরযোগ্য সূত্র বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে। এদের মধ্যে ১৩৭ জন উপ-পরিদর্শক (এসআই) ৪৮০ সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। বৃহস্পতিবার ইসি কমিশন বৈঠকে ওই তালিকা অনুমোদন দেয়। এর ফলে পুলিশ সদস্যদের পদোন্নতির বাধা দূর হলো।
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো কর্মকর্তার পদোন্নতি ও বদলীসহ নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে ইসি সচিবালয়ের অনুমোদন প্রয়োজন হয়।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে ঢাকাসহ সারাদেশে এসআই ও এএসআই পদে পরীক্ষার পর পদোন্নতির জন্য এই ৬১৭ সদস্য মনোনীত হন। গত ২৫ নভেম্বর দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তাদের পদোন্নতি নিয়ে বিপাকে পড়ে পুলিশ সদর দফতর। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের পদোন্নতি না হলে সে প্রক্রিয়াটি বাতিল হয়ে যাবে।
পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, ২০১২ সালে সারাদেশে কনস্টেবল থেকে এএসআই এবং এএসআই থেকে এসআই পদে পদোন্নতির পরীক্ষা হয়।এতে উত্তীর্ণ হন ৬১৭ জন। তাদের এই পদোন্নতি চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে কার্যকর করতে হবে। অন্যথায় তাদেরকে আবারও পরীক্ষা দিতে হবে।
(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/বিআই/এমএবি/এসকে)