১৩ জেলার ডিসি-এসপি পুলিশ পাহারায় ঢাকা আসছেন
নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর, ২০১৩ ২২:৩১:৪৮

ঢাকা: ১৩ জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) নির্বাচনী আইনশৃঙ্খলা-বিষয়ক নির্বাচন কমিশনের বৈঠকে যোগ দিতে পুলিশ পাহারায় ঢাকায় আসছেন। নিরাপত্তাহীনতার কারণে তারা পুলিশ পাহারায় ঢাকায় আসছেন বলে জানা গেছে।
কুমিল্লা ও নাটোরের জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের (ইসি) বৈঠকে যোগ দিতে ১৩ ডিসি ও এসপি বৃহস্পতিবার বিকালে ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছেন।
কুমিল্লা জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও কুমিল্লার জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা একসঙ্গে কুমিল্লা থেকে রওয়ানা দেন। তারা পুলিশি পাহারায় কুমিল্লা নগরের শাসনগাছা এলাকা দিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হন।
এ প্রসঙ্গে কুমিল্লার জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ‘ইসিতে শুক্রবার বৈঠক আছে। অবরোধের কারণে পুলিশ নিয়ে আমরা পাঁচ জেলার ডিসি ও এসপিরা ঢাকায় যাচ্ছি।’
নাটোরের জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ সভায় যোগ দিতে রাজশাহী বিভাগের আট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন কর্মকর্তারা সশস্ত্র পাহারায় ঢাকায় রওয়ানা হয়েছেন। তাদের সঙ্গে বিভাগীয় কমিশনার, উপ-পুলিশ পরিদর্শকও (ডিআইজি) রয়েছেন। গত বুধবার ও আজ তারা নাটোরের বনপাড়া-হাটিকুমরুল সড়ক হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।
নাটোরের জেলা নির্বাচন অফিস ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৮ দলের টানা অবরোধ কর্মসূচি ও অবরোধকারীদের হামলা এড়াতে রাজশাহী বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা গতকাল বিকাল থেকে সশস্ত্র পাহারায় ঢাকা যেতে শুরু করেছেন। নিরাপত্তার জন্য এ এলাকার জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তারা একত্র হয়ে পুলিশ ও বিজিবির সশস্ত্র পাহারায় নাটোরের বনপাড়া-হাটিকুমরুল সড়ক হয়ে সিরাজগঞ্জের হাটিকুমরুলের হোটেল অ্যারিসট্রোকেটে মিলিত হন। সেখান থেকে রাতে ঢাকায় পৌঁছান। একইভাবে আজ রাজশাহী রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপার বিশেষ পাহারায় একই পথে বেলা আড়াইটায় নাটোর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হন।
নাটোরের জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাষ্ট্রীয় দায়িত্ব ও নিরাপত্তার কথা ভেবে সবাইকে একত্র হয়ে বিশেষ পাহারায় ঢাকায় আসতে হচ্ছে।’
(ঢাকাটাইমস/১৯ ডিসেম্বর/এজে)