logo ১৪ মে ২০২৫
ফের কারা মহাপরিদর্শক বদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ ডিসেম্বর, ২০১৩ ২০:০১:৩৫
image

ঢাকা: সরকারের শীর্ষ কারা কর্মকর্তা হিসেবে এবার দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। একজন অতিরিক্ত সচিবকে দায়িত্ব দেয়ার মাত্র পাঁচ দিনের মাথায় কারাগারের মহাপরিদর্শক পদে তাকে নিয়োগ দিয়েছে সরকার।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ইকবাল সোহবান সিকদার বুধবার সন্ধ্যায় ঢাকাটা্ইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।


ইকবাল সোহবান সিকদার বলেন, ‘সেনাবাহিনীর কর্মকর্তা ইফতেখার উদ্দিনকে মঙ্গলবার প্রেষণে কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।’


স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক হিসেবে প্রেষণে দায়িত্ব পালন করে আসছিলেন ইফতেখার উদ্দিন।


গত ৫ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কারা ও মাদক) মাঈন উদ্দিন খন্দকারকে কারা মহাপরিদর্শকের দায়িত্ব দেয়া হয়েছিল।


এ বিষয়ে মাঈন উদ্দিন বলেন, ‘বিষয়টি আমিও শুনেছি। আমাকে কারা মহাপরিদর্শকের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছিল।’


জনপ্রশাসন সচিব বলেন, ‘যেহেতু মাঈন উদ্দিনকে ওই পদে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছিল, তাই তিনি আগের পদেই বহাল থাকছেন।’


আগের কারা মহাপরিদর্শক মো. আশরাফুল ইসলাম খানের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ১৭ নভেম্বর শেষ হলে পদটি ‍শূন্য হয়।


(ঢাকাটাইমস/১১ ডিসেম্বর/এজে)