logo ১৪ মে ২০২৫
ঢাকা বিভাগের কমিশনার ও খুলনায় ডিসি নিয়োগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ ডিসেম্বর, ২০১৩ ১৬:২৯:৩৬
image

ঢাকা: ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ করা হয়েছে। এছাড়া খুলনায় নতুন জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে পুরোনোদের সরিয়ে এই দুটি পদে বসানো হলো নতুন দুই জনকে।


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জিল্লার রহমানকে ঢাকা বিভাগীয় কমিশনারের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। খুলনার নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন আনিস মাহমুদ। তিনি আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস প্রকল্পের উপ-প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।


এরা দুজন যথাক্রমে ঢাকা বিভাগী কমিশনার এ এন শামসুদ্দিন আজাদ চৌধুরী ও খুলনার ডিসি মেজবাহ উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন। নির্বাচন কমিশনের নির্দেশে মঙ্গলবার পৃথক আদেশে জন প্রশাসন মন্ত্রণালয় এই দুটি পদে নতুন নিয়োগ আদেশ জারি করে। অপর এক আদেশে মেজবাহ উদ্দিনকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব করা হয়েছে।



এদিকে ঢাকা বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া জিল্লার রহমানকে বর্তমান সরকারের অন্যতম সুবিধাভোগী হিসেবে মনে করা হয়। প্রশাসনের ৮৪ ব্যাচের এই কর্মকর্তা বিগত নির্বাচনের সময় ঢাকা জেলার প্রশাসক ছিলেন। এর পর যুগ্মসচিব হিসেবে পূর্ত মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পাওয়ার পর ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের প্রথম প্রশাসক হিসেবেও কাজ করেছেন তিনি। 



এর আগে সোমবার রাতে আগামী ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকার বিভাগীয় কমিশনার ও খুলনার ডিসিকে বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন।


ঢাকার বিভাগীয় কমিশনার হিসাবে এ এন শামসুদ্দিন আজাদ চৌধুরী গত ৪ ফেব্রুয়ারি ২০১৩ থেকে দায়িত্ব পালন করে আসছিলেন।


খুলনার জেলা প্রশাসক হিসেবে মেজবাহ উদ্দীন দুই বছরেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করছিলেন। নির্বাচনী কাজে কমিশনকে অসহযোগিতার অভিযোগ থাকায় দুই সরকারি কর্মকর্তাকে বদলীর নির্দেশ দেয় ইসি।


(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/এমএম)